সাতক্ষীরা

জনপ্রতিনিধিদের সাথে নজরুল ইসলামের নির্বাচনী সভা

By daily satkhira

October 06, 2022

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৭ অক্টোবর ২২ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে সাতক্ষীরা সদর ও পৌর সভায় সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এ নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, ব্রম্মরাজপুর চেয়ারম্যান আলাউদ্দিন, কুশখালী ইউপি চেয়ারম্যান মাও আব্দুল গফফার, বৈকারী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শাহাজান আলী,সদর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি এস এম শওকাত হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা, সাতক্ষীরা সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য এবং পৌর কাউন্সিলররাসহ অনুষ্ঠানে পৌরসভা ও সদর উপজেলার ১৯৮জন নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে ১৭৮জন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ই অক্টোবর নির্বাচনে জয়লাভ করলে জেলা পরিষদের সকল বরাদ্দ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে উন্নয়ন মূলক কাজ করা হবে। আপনাদের সহযোগিতায় পেলে জেলা পরিষদের সকল দূর্নীতি প্রতিরোধ করতে পারবো। আপনাদের সাথে নিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়ন করবো। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। আগামীতে পুনরায় ভোট দিয়ে জয়লাভ করার আহবান জানান। ###