কালিগঞ্জ

কালিগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময়

By daily satkhira

October 09, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: নজরুল ইসলামের সাথে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ও জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, চেয়ারম্যান যথাক্রমে সাফিয়া পারভীন, জাহাঙ্গীর আলম, মোজামেল হক মোজাম, গোবিন্দ মন্ডল, শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, আজিজুর রহমান, এনামুল হোসেন ছোট, নাজমুল হাসান নাঈম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, গাজী শওকত হোসেন, আলিম আল রাজী টোকন ও ফেরদৌস মোড়ল প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, জনসংখ্যা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রার্থী আল ফেরদাউস আলফা, শেখ ফিরোজ কবীর কাজল, যুব মহিলালীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সিমা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন পাখি প্রমুখ।

এসময় কালিগঞ্জের ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে ভোটাররা মোটরসাইকেল প্রতিকে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।