সাতক্ষীরা

সামেকের লিফটের নিচ থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধারের প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবি মুক্তিযোদ্ধাদের

By daily satkhira

October 10, 2022

সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিচ থেকে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডলের লাশ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করেছেন সাতক্ষীরার বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধাগন। প্রকৃতঘটনা তদন্তপূর্বক উৎঘাটনের দাবিতে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা মেডিকেলের পরিচালক ডা: কুদরত ই খুদার সাথে সাক্ষাত করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

এসময় বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মো: শফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোমিনসহ সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সে সময় মুক্তিযোদ্ধারা বলেন, সাতক্ষীরা মেডিকেলের মত প্রতিষ্ঠানে মাসের পর মাস লিফট নষ্ট থাকলেও কর্তৃপক্ষ নিরব কেন? তাছাড়া নষ্ট থাকলে সেটি স্থায়ীভাবে কেন বন্ধ রাখা হয়নি। এমন প্রশ্নের জবাবে সাতক্ষীরা মেডিকেলের পরিচালক ডা: কুদরত ই খুদা কোন সদুত্তর দিতে পারেননি।

মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রশ্নের মুখে মেডিকেলের পরিচালক বার বার তার অসহায়ত্ব প্রকাশ করে মেডিকেলের টেকনিশিয়ান মো: হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ ও লিফটম্যান আরিফের কাছে প্রশ্ন রাখতে অনুরোধ করেন। তারা বার বার নস্ট লিফটের সামনে সোফা থাকার কথা উল্লেখ করেন। এই হত্যার দায় দায়িত্ব মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপরে বর্তাবে মর্মে দাবি করেন বীর মুক্তিযোদ্ধাগণ। এদিকে, এই হত্যাকান্ডের তদন্তপূর্বক বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উক্ত মানববন্ধনে জেলা উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।