তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার উপজেলার মধ্য দিয়ে বহমান শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিল্স। সোমবার (১০ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ সাজ্জাত, সাধারণ সম্পাদক সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সিজিআই তানভীর আহম্মেদ,উত্তরণের মনিটারিং অফিসার এস হাসান আব্দুল্লাহ রাফাত, প্রজেক্ট অফিসার দিলীপ সানা প্রমুখ।
এ সময় এলাকাবাসী বলেন, শালতা নদী আমাদের জীবনের সাথে মিশে আছে। শালতা নদী না বাঁচলে আমরা বাঁচবো না, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো না। এ নদী খননের সুফল আমরা বেশিদিন ভোগ করতে পারলাম না। কারণ যেনতেনভাবে খনন সম্পন্ন করায় পলি এসে ভরাট হয়ে গেছে। এ সময় নদীর সাথে সংযোগ খালগুলো খননের জোর দাবি জানান তারা।