সাতক্ষীরা

সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মী সভা

By daily satkhira

October 12, 2022

সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার বিকালে সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রহমউদ্দিন গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমরেড হান্নানের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। বক্তব্য রাখেন, পার্টির সেক্রেটারী ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নির্মল সরকার, ইউনিয়ন কমিটির নেতা মোতালেব মাস্টারসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বলেন কৃষক, খেতমজুর শ্রমিকসহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি সরুলিয়া ইউনিয়ন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান। সাথে সাথে গণসংগঠনের সম্মেলন কে সফল করার মাধ্যমে গরীব মেহনতী মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান।এছাড়া মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি বি এন পি,জামাত শিবিরের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মুল্যের উর্দ্ধগতি, অর্থনৈতিক সংকট সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি