জাতীয়

দেশে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, আক্রান্ত ৭৬৫

By Daily Satkhira

October 13, 2022

দেশের খবর: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় এ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপতালে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে। এ সময়ে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৭ জন এবং রাজধানীর বাইরে ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯৫ জনে। এ পর্যন্ত মারা গেছে ৮৩ জন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২০ হাজার ৫০৪ জন।