কালিগঞ্জ

নলতায় দরবেশ আলী ক্যাডেট স্কুলের প্রশিক্ষণ সম্পন্ন

By Daily Satkhira

June 13, 2017

নলতা ডেস্ক : কালিগঞ্জ উপজেলার নলতা মানিক তলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার স

কাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ চলেছে বলে জানা যায়। শেষ দিনের এই প্রশিক্ষণে জেলার প্রশিক্ষক মধুসূদন মুখার্জী গণিত, বাংলা ও বিজ্ঞানের উপর এ প্রশিক্ষণ দেন। যেকোন কাজে বাস্তব প্রশিক্ষণ নিলে সঠিক সফলতা অর্জন সম্ভব। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে, আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষা দিয়ে তাদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে, শিশুদের মেধা-মননের বিকাশ ঘটিয়ে তাদেরকে মানব সম্পদে পরিণত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকরা যতবেশি প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণতা লাভ করবে ছাত্রছাত্রীরা ততবেশি শিক্ষকের নিকট থেকে আদর্শ শিখবে ও সঠিক শিক্ষায় পরিপূর্ণ হবে। সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আবু ফরহাদ, সহকারী শিক্ষক শিউলী সরকার, জুনিয়র শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, শাহানারা খাতুন, রাশিদা খাতুন, মিরানা পারভীন, শামীমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ। স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন অভিভাবকবৃন্দ। মঙ্গলবার এই প্রশিক্ষণের মাধ্যমে সকল বিষয়ের উপর অত্র বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী বছরের বিভিন্ন সময়ে এ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানা যায়।