শ্যামনগর প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৪৮) হাটছালা গ্রামের মৃত অমেদ আলীর পুত্র।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, শনিবার ভোরে নিজস্ব জমিতে কাজ করছিল। এসময় একই গ্রামের অলিউল্লাহ তরফদারের পুত্র আজিজুল তরফতদার, ইয়াকুব আলী, এরশাদ গাজীর স্ত্রী নুরজাহান, অলিউল্লাহ তরফদারের স্ত্রী সাহিদা বেগম তাদের উপর অতর্কিত হামলা করে।
এছাড়া আজিজুল তরদফদার পিছন দিক থেকে তার ভাসুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৫জনে আটক করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি। তদন্ত পূর্বক এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।