খুলনা

খুলনায় বিভাগীয় গণ সমাবেশ সফল করাতে সাতক্ষীরা কৃষক দলের প্রস্তুতি সভা

By daily satkhira

October 15, 2022

নিজস্ব প্রতিনিধি : খুলনায় বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা কৃষক দলের উদ্যােগে প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ই অক্টোবর) শনিবার বেলা ১২ টায় শহরের আমতলা সংলগ্ন নিরিবিলি সেন্টারে সাতক্ষীরা জেলা কৃষক দলের আয়োজনে জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দল কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহ ওসমান আলী বিশ্বাস।

জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবির পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, খুলনা বিভাগ কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাবেক ভিপি শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন, সহ-বন পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,

দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসূল খোকন, সদস্য সচিব রুহুল আমীন, কালিগঞ্জ উপজেলার আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব আনারুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ডা: মামুনুর রহমান, আশাশুনি উপজেলা কৃষকদলের আহবায়ক আমীর হোসেন বাদশা, সদস্য সচিব মশিউর রহমান মিল্টন, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক, শ্যামনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকনেতা সাইলুর রহমান বিশ^াস, আলতাফ হোসেন, হুমায়ুন কবির, সাহাবুদ্দিন, আব্দুল বারি, আহছানসহ কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগ যে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা কৃষক দল সেখানে যোগ দান করবে, শুধু খুলনা বিভাগীয় গণ সংযোগ নয় বিএনপি যখন যে আনন্দলনের ডাক দিবে সদা সর্বদা কৃষক দল প্রস্থুতি আছে। বক্তরা বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন।