সাতক্ষীরা

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

By daily satkhira

October 19, 2022

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আওতায় এই সভার আয়োজন করে ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবার আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্বল্পশিক্ষিত ও শিক্ষা থেকে ঝরে পড়ার পর মেয়েরা যেন বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সাইদুর, ব্রাকের জেলা ব্যবস্থাপক ব্রাক (সেলপ) সাতক্ষীরা মোঃ হুমায়ুন কবির, এ্যাসোসিয়েট অফিসার ব্রাক সাতক্ষীরা সদর জাহিদা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ।