সাতক্ষীরা

সাতক্ষীরার কাটিয়া সরকারপাড়ায় পৌর আইন না মেনে বাড়ী নির্মানের অভিযোগ

By daily satkhira

October 21, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়ায় পৌর আইন না মেনে বাড়ী নির্মান করে প্রতিবেশির বাড়ীতে নির্মানাধীন বাড়ীর ময়লা ও নির্মান সামগ্রী ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজমান।

এ ঘটনার ভুক্তভোগী কাটিয়া সরকারপাড়া এলাকার মৃত নুর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৫০) সাতক্ষীরা পৌরসভা ও সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে, একই এলাকার এলাই বক্স সরদারের ছেলে মোঃ আমিরুল ইসলাম(৩৪) ভুক্তভোগীর দুই ভাইয়ের থেকে ২শতক জমি ক্রয় করে পৌর আইন অনুযায়ী জায়গা না ছেড়েই জমির সীমানার উপড় দিয়ে চার তলা বাড়ী নির্মান করছে। যার ফলে ঐ বাড়ীর নির্মানের ময়লা ও নির্মান সামগ্রী পড়ে ভুক্তভোগীর বাড়ীতে এসে পড়ছে। ভুক্তভোগী অভযোগ করে বলেন আমিরুল ইসলাম জায়গা তো ছাড়েইনি বরং আমার ৪ পয়েন্ট জমিতে এসে ভবন নির্মান করছেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।