সাতক্ষীরা

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন

By daily satkhira

October 22, 2022

ডেস্ক রিপোর্ট : ‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, মানবাধিকারের সংগ্রাম চলছে চলবেই’ ¯েøাগানে সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নের দাবিতে শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘণঅনশন কর্মসূচি পালন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রæতিসমূহ বাস্তবায়নের দাবি জানান।

 প্রতিশ্রæতিসমূহ হলো: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প্রেসিডিয়াম সদস্য বাবু বিশ^নাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প্রেসিডিয়াম সদস্য শুধাংশু শেখর সরকার, সোমনাথ ব্যানার্জ্য,ি পৌল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, উন্নয়ন কর্মী মাধব দত্ত, জেলা মহিলা পরিষদ নেত্রী জ্যোৎ¯œা দত্ত, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী দিনবন্ধু মিত্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতা অ্যাড. তারক মিত্র, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহŸায়ক সুজন বিশ^াস, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহŸায়ক মিলন কুমার রায়, ঐক্য পরিষদ নেতা সঞ্জীব ব্যানার্জ্য,ি সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ প্রমুখ। গণঅনশন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ।