সাতক্ষীরা

কলারোয়ায় হিজলদী হাইস্কুলে নিয়োগ বানিজ্যের আশঙ্কায় চাকুরী প্রার্থীর সংবাদ সম্মেলন

By daily satkhira

October 26, 2022

 

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের (আশঙ্কায়) অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) বিকাল ৫ টায় কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হিজলদী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে তৌহিদুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ২২’ ইং তারিখে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন চতুর্থ শ্রেণি কর্মচারী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ায় আমি বিজ্ঞপ্তি অনুযায়ী নৈশ প্রহর পদে ১০০০( এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সহ হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন করি । উক্ত আবেদনের পরবর্তীতে কোন কার্যক্রম হওয়ার আগেই এলাকায় প্রচার হয়েছে যে উক্ত নৈশ প্রহরি পদে বড়ালীগ্রামের শাজাহান হুজুরের ছেলে আলী হোসেন ১০ লক্ষ টাকা অবৈধ লেনদেন করেছে। তিনি সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, চতুর্থ শ্রেণীর ৩টি পদে আবেদনকারী সংখ্যা আনুমানিক ২২ জন।

কিন্তু বিধি মোতাবেক লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও ৩ জনের চাকরি চূড়ান্ত হয়ে গিয়েছে এলাকার মানুষের মুখে মুখে শোনা যায়। সে কারণে আমি একজন প্রার্থী হিসাবে আশঙ্কায় আছি হিজলদীর মাধ্যমিক বিদ্যালয়ের তিনবারে সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং প্রধান শিক্ষক সহ সকলে মিলে অস্বচ্ছভাবে গোপনে নিয়োগ বোর্ড তৈরি করে দুর্নীতির মাধ্যমে লোক দেখানো নিয়োগ দিতে পারে। এ ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেই বর্তমান সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ২০১০ সালের মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে সরকারি শিক্ষিকা বিউটি সরকারকে নিয়োগ দিয়েছিল। ২০১৩ সালে আবারো প্রভাষক নুরুল ইসলাম দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার তার স্ত্রী নাসিরা খাতুন সহকারী শিক্ষক( কম্পিউটার) পদে নিয়োগ দিয়েছিলো। আবারো ২০২২ সালের স্বঘোষিত সভাপতি হয়ে তিনটি চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা করছে। তিনি সংবাদ সম্মেলনে আরো অভিযোগে করে বলেন, এমত অবস্থায় যাহাতে কোন প্রকার স্বজনপ্রীতির ও অস্বচ্ছতার আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে যাতে নিয়োগ দিতে না পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সু- দৃষ্টি কামনা করে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে যোগ্য ব্যক্তিদের চাকুরি নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।