সাতক্ষীরা

গরিবের আইনজীবী আবদুল বাসেত মজুমদারের ১ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরায় স্মরণসভা

By daily satkhira

October 27, 2022

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরায় দেশবরেণ্য গরিবের আইনজীবী এ্যাড. আবদুল বাসেত মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের উদ্যোগে স্মরনসভায় সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলাম। স্মরণসভায় বক্তারা বলেন, এড. আবদুল বাসেত মজুমদার ছিলেন গরিবের আইনজীবী। সাধারণ আইনজীবীদের মধ্যে দলমত নির্বিশেষে তিনি অত্যান্ত জনপ্রিয় আইনজীবী নেতা ছিলেন। আইনজীবীদের সুখে দুখে তিনি সব সময় এগিয়ে আসতেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার শূন্যতা আইনজীবীরা সব সময় অনুভব করে।

বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, এড. মোশাররফ হোসেন সিদ্দিকী, এড. তপন কুমার দাস, এড. এস এম আশরাফুল আলম, এড. আজাদ হোসেন বেলাল, অতিরিক্ত পিপি এড. শেখ মিজানুর রহমান, এড. নাজমুন নাহার ঝুমুর, এড.শেখ সাইদুর রহমান, এড. প্রবীর মুখার্জি, এড. রঘুনাথ মন্ডল, এড. স্বপন কুমার, এড. মেহেদী হাসান সোহাগ, এড. সাঈদুজ্জামান জিকো প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, এড. সাহেদুজ্জামান সাহেদ। স্মরণসভা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম।