দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা ওয়াশ প্রকল্পের কর্মসূচি সমাপ্তকরন ও শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ওয়াশ প্রকল্পের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আশাশুনি ও দেবহাটা উপজেলার ওয়াশ প্রকল্পের আওতাভুক্ত পাঁচ ইউনিয়নের উপকারভোগী ও প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত শিখন কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার নরেশ মারান্ডির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, ওয়াশ প্রজেক্টের প্রজেক্ট অফিসার শারমিন নাহার, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ অহিদুজ্জামান, ফিল্ড প্রোগ্রাম স্পেশালিস্ট সুভাষ মন্ডল, দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের এবং আশাশুনি উপজেলার সংশ্লিষ্ট দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ওয়াশ প্রজেক্টের আওতায় আশাশুনি ও দেবহাটা উপজেলার সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়নের উপকারভোগীদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যকর অভ্যাস চর্চা গড়ে তোলার জন্য উঠান বৈঠকের মাধ্যমে আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের ৩০০০, দরগাপুর ইউনিয়নে ২৭০০, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ২৬০০, পারুলিয়া ইউনিয়নে ১৮০০, এবং দেবহাটা সদর ইউনিয়নে ১১০০ পরিবার নির্বাচন করেন এবং নির্বাচিত পরিবার সমুহের পানি সংরক্ষণের জন্য ১১২০০ পাত্র বিতরণ করেন।