শ্যামনগর

ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

By daily satkhira

November 01, 2022

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর ) বিকাল ৩ টায় উপজেলার পদ্দপুকুর‌ ইউনিয়নের বি.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যৌথ কর্মসূচি। ব্র্যাক এর সহযোগীতায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক শ্যামনগর, মুনসী নূর মোহাম্মদ, পরিচালিত গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারবেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, সি পিপি উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল, প্রধান শিক্ষক জেসমিন নাহার। এসময় বীর মুক্তিযোদ্ধা, ইস্কুলের শিক্ষক, পদ্মপুকুর ইউনিয়ন ইউপি সদস্য সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দক্ষিণ অঞ্চলের উপকূলীয় মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে যে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে তাতে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার রয়েছে। মাঠ মহড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম দুর্যোগ কালীন সময় আমাদেরকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে।