দেবহাটা

দেবহাটায় অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার

By daily satkhira

November 03, 2022

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ইউনুস আলী মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুস আলী সাতক্ষীরা দেবহাটা উপজেলার নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪।

তিনি আরও জানান, গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক ব্যবসা, মৎস্যঘের লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী। গ্রেফতার ইউনুস ওই বাহিনীরই একজন সক্রিয় সদস্য।

এদিকে, অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরাম ডাকাত, গফুর মাস্তান, বাবলু ডাকাত, ইসমাইল মেম্বর, আবুল হোসেন, মুদি সাইফুল, আসাদুল, মুজাহিদ, মারুফ, শরিফুলসহ আরও কয়েকজন ভূমিদস্যু কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে দেবহাটা উপজেলার খলিশাখালিতে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষণের মধ্যদিয়ে আতংক সৃষ্টি করে অন্তত তিনশ জন মালিকের রেকর্ডীয় ১ হাজার ৩শ বিঘা জমি জবরদখলে নিয়েছিল ভূমিদস্যুরা। এরপর থেকে অবৈধ অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে জবরদখলকৃত ওই জনপদে সীমাহীন অপকর্ম চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল তারা।