সাতক্ষীরা

আ’লীগকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়–মো: নজরুল ইসলাম

By daily satkhira

November 03, 2022

১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা এই হত্যাকান্ড ঘটিয়েছিলো তাদের নেতৃত্বে ও নির্দেশে ৩ নভেম্বর জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কে চিরদিনের মত নেতৃত্ব শূন্য করার লক্ষে এই জঘণ্য হত্যাকান্ড ঘটানো হয়। কিন্তু ষড়যন্ত্রকারীদের সে উদ্দেশ্যে সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথ দখলে রেখে নির্বাচনে আবারো জয়লাভ করবো ইনশাল্লাহ।

জেল হত্যা দিবস উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে আলহাজ¦ মো: নজরুল ইসলাম এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি সম্পাদক মুনসুর আহমেদ, মহিলা সম্পাদিকা শিমুন শামস্, প্রচার সম্পাদক এ্যাড. অনীত মুখার্জী, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আসাদুজ্জামান অসলে, ইসমত আরা, এস এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, শেখ মনিরুল ইসলাম মাসুম, এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জহরুল ইসলাম নান্টু, রাশেদুজ্জামান রাশি, মিজানুর রহমান মিজান, আব্দুল্লাহ সরদার, কাজী মারুফ, এস এম আশিকুর রহমান ও মো: জিল্লুর রহমান প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। প্রেস বিজ্ঞপ্তি