সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সমাবেশ

By daily satkhira

November 07, 2022

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল রাসেল, শেখ শওকত আলী, হাফিজুর রহমান, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জি এম রেজাউল করিম, সাংবাদিক সেলিম হোসেন, শহীদ হাসান রেবু, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, সাহিদা আক্তার ময়না, তালা উপজেলার সভাপতি আবু দাউদ, সহ-সভাপতি সুজাউদ্দিন, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ সমাবেশে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী বলেন, ডা: কুদরই খোদা যোগদানের পর থেকে মেডিকেলের কিছু অসাধু দুর্নীতিবাজরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। পরিচালক ডা: কুদরই খোদার বিরুদ্ধে নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে পরিচালককে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে বদলী করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছেন। তিনি অত্যান্ত সৎ মানুষ হওয়ায় দুর্নীতিবাজরা অবৈধ টাকা উপার্জন করতে না পেরে লিপ্ট দুর্ঘটনায় মারা যাওয়ার বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বাদী করিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যদিও বিজ্ঞ আদালত মামলা থেকে পরিচালককে জামিন দিয়েছেন। ঠিকাদার দুলাল দুইজন মস্তান রেখেছেন। মেডিকেলকে বাবার পৈত্রিক সম্পত্তি মনে করেন দুলাল। এপর্যস্ত মেডিকেলে যত দুর্ঘটনা ঘটেছে তার মূল হোতা ঠিকাদার দুলাল। প্রতিটি ঘটনাই পরিকল্পিতভাবে দুলালই ঘটিয়েছে। মেডিকেলে চাকুরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে দুলাল। পরিচালক এদের দুর্নীতির কারনে ভূমিহীন থেকে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাতারাতি এসব দুর্নীতিবাজ কর্মচারীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। সহ-সভাপতি গোলাম রসুল বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষের উপহার প্রকৃত ভূমিহীনদের জমি এবং ঘর দিয়েছেন তার জন্য ভূমিহীন সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। কিন্তু আশা করি প্রকৃত ভূমিহীনদের মধ্যে থেকে যারা জমি ও বাড়ি থেকে বাদ পড়েছে তাদের দ্রুত মুজিববর্ষের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ বলেন, ভূমিহীনদের নায্যদাবি বা অধিকার দিতে হবে। যাচাই বাছাই কমিটিতে ভূমিহীন নেতৃন্দদের রাখতে হবে। মেডিকেলের আউট সোর্সিং ১বছর মেয়াদী। কিন্তু কিভাবে ১০ বছর চলে সেটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই। আউট সোর্সিং ঠিকাদার পিমা এ্যাসোসিয়েটের মালিক দেলোয়ার হোসেন দুলাল হাসপাতাল কর্তৃপক্ষকে ম্যানেজ করে ইচ্ছাকৃতভাবে মেডিকেলের আউট সোর্সিং এর কাজ চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা বছরের পর বছর শ্রম দিচ্ছেন তাদের বঞ্চিত করা হচ্ছে। অথচ ঠিকাদার দুলালের সহযোগিতায় কতিপয় দুর্নীতিবাজরা কোটি কোটি লুটপাট করে নিয়ে যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কমরেড আদিত্য মল্লিক নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি বলেন, ৪৭৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি দীর্ঘদিনের জলাবদ্ধতা রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবদান বেতনা মরিচ্চাপ নদী সহ অশংকা খাল খনন বরাদ্দ দিয়েছেন। তা যথাযথভাবে কাজ করা হচ্ছে না। নদী খননের নামে খাল খনন হচ্ছে, খনন করে দুইধারে মাটি স্তুপ করে রাখায় আবার নদী ভরাট হচ্ছে। বরাদ্দের টাকা ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা লুটপাট করেছে। মো: মফিজুর রহমান, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বলেন, প্রাণ সায়ের খাল খননের নামে ১৮ কোটি টাকা বরাদ্দকৃত টাকা কোথাও গেল? সাতক্ষীরাবাসীর দাবি বেতনা মরিচ্চাপ প্রাণ সায়ের খাল খনন সময় উচ্ছেদকৃত ভূমিহীনদের অবিলম্বে পুর্নবাসন করতে হবে। মহাসড়কের দুই পাশর্^ দিয়ে বসবারত ভূমিহীনদের উচ্ছেদ করা হলেও পাটকেলঘাটাসহ সকল ভূমিহীনদের অবিলম্বে পুর্নবাসন করতে হবে। সম্প্রতি সদরের আলীপুর দিঘির পাড় সংলগ্ন রাস্তার ধারে বসবাসীকারী কাওড়াদের পূর্নবাসন করতে হবে। পূর্নবাসনের পূর্বে কোন ভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। এছাড়া হার্ড ফাউন্ডেশন নামে অনেক ক্লিনিক আছে। যারা গরীব অসহায় মানুষের জিম্মি করে টাকা লুটপাট করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি