শ্যামনগর

শ্যামনগরে ১৭টি পরিত্যক্ত ককটেল উদ্ধার

By daily satkhira

November 07, 2022

মেহেদী মারুফ, শ্যামনগর : সাতক্ষীরা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্যরা গোপন সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে।

রবিবার রাতে র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর মোঃ গালিব হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী ব্রীজ সংলগ্ন দিন মোহাম্মাদের নির্মানাধীন দোকানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬ কোম্পানী কমন্ডার মেজর মোঃ গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ককটেলগুলো উদ্ধার করে সোমবার বিকালে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার বিকালে র‌্যাব পরিত্যাক্ত বোমাগুলো থানায় হস্তান্তর করেছে। এঘটনায় মামলা হয়েছে।