রাজনীতি

সাতক্ষীরা জাসদের ‘মহান সিপাহী জনতার অভ্যুত্থান দিবস’ পালন

By daily satkhira

November 07, 2022

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ‘মহান সিপাহী জনতার অভ্যুত্থান দিবস’ পালন করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সোমবার (০৭ নভেম্বর) বিকাল ০৪টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি বীর বিশ^াস আবুল কাশেম, দেবহাটা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলা জাসদের সদস্য সচিব সাহিদুল ইসলাম রুবেল, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আবদুল আলীম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্ষমতালিপ্সু উচ্চাভিলাসী সামরিক অফিসারদের দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লংঘন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যাসহ হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে সংগঠিত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের চেতনা ও মহান শহীদ বিপ্লবী কর্নেল আবু তাহের বীর উত্তমের শিক্ষাকে ধারণ করে জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো অবসান করে সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যেতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে।

এসময় বক্তারা ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।