কলারোয়া

কলারোয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

By daily satkhira

November 07, 2022

কলারোয়া প্রতিনিধি :

কলারোয়ায় আগামি ৯ নভেম্বর বুধবার অনুষ্ঠেয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়ন থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা(ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে। মেলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত।

মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, থাকছে শিক্ষার্থীদের অঅংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রেস ব্রিফিং এ আরও জানানো হয় সরকারি-বেসকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি/নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী মেলায় অংশ গ্রহণ করবে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিক্ষা কর্মকর্তা রোকোনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, এম, এ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, জাকির হোসেন প্রমুখ।