দেবহাটা

দেবহাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

By daily satkhira

November 10, 2022

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তমঞ্চে বৃহস্পতিবার ১০ নভেম্বর, ২২ ইং তারিখ সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান,  বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও মহিলা সমিতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ ও দেবহাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

এরপর অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টল পরিদর্শন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

ডিজিটাল পদ্ধতিতে এখন মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে। অনুষ্ঠানে দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।