সাতক্ষীরা

শুধু টাকার পেছনে ছুটলে হবে না, আন্তরিক হয়ে সেবা দিতে হবে – সাতক্ষীরায় স্বাস্থ্য সচিব ড. মু: আনোয়ার

By daily satkhira

November 10, 2022

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশী সময় দিচ্ছে। শুধু টাকার পেছনে ছুটলে হবে না। রোগীদের আন্তরিক হয়ে সেবা দিতে হবে, আপনারা চিকিৎসক হওয়ার আগে সেবা করার উদ্দেশ্য নিয়েই এ পেশায় যোগ দিয়েছেন এমনটি বলেন স্বাস্থ্যসচিব ড. মু: আনোয়ার। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে জেনারেল সার্জন, নাক কান গলা, চর্ম যৌন, শিশু বিশেষজ্ঞ ছাড়াও আরও অনেক পদেই চিকিৎসক শূন্য রয়েছে। এখানে চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না।

তারপরও যেসব চিকিৎসক সংকট রয়েছে সেগুলো এখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ সময় তিনি হাসপাতাল কতৃপক্ষকে নষ্ট সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ, চিকিৎসক হাফিজুর রহমান, আসাদুজ্জামান, জয়ন্ত কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা ডা. সুব্রত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।