ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে কথিত অপহরণের শিকার কলেজ ছাত্রী জয়া মন্ডলকে (১৬) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কলেজ ছাত্রী প্রেমজ সম্পর্কে জাড়িয়ে নিজেই প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বলে সংবাদকর্মীদের জানিয়েছে। জানা যায়, উপজেলার মৌতলা ইউনিয়নের উভাকুড় গ্রামের ডা. হরিদাশ মন্ডলের মেয়ে ও কালিগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জয়া মন্ডল গত ৮ জুন সকাল ৮ টার দিকে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এঘটনায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের অমল তরফদারের ছেলে বখাটে পরমেশ তরফদারকে (২৪) প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করে মেয়ের বাবা হরিদাশ মন্ডল (মামলা নম্বর: ১৬, তারিখ ১১/০৬/১৭)। মামলার পর পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরবর্তীতে মোবাইল ট্রেকিং করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান সাতক্ষীরা জজকোর্টের পিছনে আবাসিক এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে জয়া মন্ডলকে উদ্ধার করে। থানায় অবস্থানরত জয়া মন্ডল জানায়, সে তার প্রেমিক পরমেশ তরফদারের সাথে বাড়ি থেকে চলে যাওয়ার পর কালী মন্দিরে বিয়ে করে যশোরে অবস্থান করছিল। তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা দায়ের করা হয়েছে জানতে পেরে সে সাতক্ষীরায় আসে আদালতে জবানবন্দী দেয়ার জন্য। সেখান থেকেই পুলিশ তাকে কালিগঞ্জে নিয়ে এসেছে।