নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনে বিশেষ বর্ধিত সভা শহরের টাউন গার্লস হাই স্কুলে ১২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় স্বাশিপের সদস্য, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আবুল কালাম, জাসদের কেন্দ্রীয় নেতা ইদ্রিস আলী, অধ্যক্ষ জাহিরুল ইসলাম, পাল শুভাশিস, মন্ময় মনির, পার্থ সারথি সেন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা হাফিজুর, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, সিরিয়া সুলতানা নাইস, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক গাজী শাহজাহান সিরাজ, অধ্যাপক ইউনুস আলী খান, প্রদীপ পাল, অধ্যাপক আব্দুল গফফার, সঞ্জয় সরকার, শফিকুল ইসলাম, দেবব্রত মন্ডল, ইয়াহিয়া ইকবাল, মোহাম্মদ শহীদুল্লাহ, সূর্যকান্ত রায়, আব্দুল্লাহ আল মামুন, উজ্জ্বল কান্তি শর্মা, আবু সাঈদ, অধ্যক্ষ সর্দার রমেশ চন্দ্র, মোহাম্মদ কামাল হোসেন, রুমা খাতুন, মীর আবু সুফিয়ান, সুকুমার রায়, নির্মল চন্দ্র বৈরাগী, অধ্যাপক ননীগোপাল, মাওলানা জাফরুল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ, সুপার রমজান আলী, মাওলানা আব্দুল্লাহ, খন্দকার আনিসুর রহমান, মোহাম্মদ ইমাম উদ্দিন, সিদ্দিকুর রহমান পলাশ, আনোয়ার হোসেন, কামরুজ্জামান রিকো, আমিনুর রহমান ।
বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সকল শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে। দেশ ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য। স্বাধীনতা শিক্ষক পরিষদ কে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।