সাতক্ষীরা

সাতক্ষীরায় “বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১” এর ৪দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

November 15, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হোয়াইট বাংলার আয়োজনে এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় “বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১” ৪ দিনের ফ্্ির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহরের ম্যানগ্রোভ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বেষ্ট বিউটি এক্য্রপার্ট-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির প্রশক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মশালার ট্রেকনিক্যাল এক্য্রপার্ট সেলিম হাসান সুমন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ এর সাতক্ষীরার টিম লিডার শাহিদা রিক্তা ও অপ্সরী নাহার।

আগামী ১৮ নভেম্বর ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

বিউটিশিয়ানদের ফ্রি প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ ফ্্ির প্রশিক্ষনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ।