সাতক্ষীরা

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু মনিষা বাঁচতে চায়

By daily satkhira

November 16, 2022

হৃদরোগে আক্রান্ত মাত্র ৬ মাসের শিশু মনিষা বাঁচতে চায়। সকলের সহযোগিতা পেলেই হয়তো শিশু মনিষা পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠতে পারবে। শিশু মনিষা সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের দরিদ্র ভ্যান চালক রামকৃষ্ণ দাস সবিতা দাস দম্পত্তির কন্যা।

জন্মের পর থেকে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় তার পিতা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের স্বরনাপন্ন হলে পরীক্ষা নিরিক্ষার পর জানতে পারে শিশুটি হৃদরোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার প্রয়োজন। দরিদ্র ভ্যান চালক পিতা তার সাধ্যমত শিশুটির চিকিৎসার জন্য ব্যয় করেছেন।

কিন্তু এখনো অনেক অর্থের প্রয়োজন যা ওই দরিদ্র ভ্যান চালক পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। যে কারনে তিনি সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠাতে তার পিতা রামকৃষ্ণ দাস মোবাইল নাম্বার ০১৭৯৪ ০৭০৪২০(বিকাশ) অথবা সরাসরি ঘোনা গ্রামে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন শিশুটির পিতা রামকৃষ্ণ দাস। প্রেস বিজ্ঞপ্তি