কালিগঞ্জ

নলতায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

By daily satkhira

November 17, 2022

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কালিগঞ্জের নলতা শরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এঘটনায় ভুক্তভোগী সম্পত্তির মালিক মোহাম্মদ জাহিদুল হক প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নলতা শরীফ এলাকার এ এইচ এম মাহফুজুল হকের পুত্র।

ভুক্তভোগী জাহিদুল হক জানান, নলতা শরীফ মৌজায় জে এল ১০ হাল আর এস /বি এস ১৮১২ খতিয়ানে লিখিত ২.৪১ একর ভূমির মধ্যে হাল আর এস/বি এস ৪২০ নং দাগে ২.২২ একর ভূমির মধ্যে .৭৪ একর ভূমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন তিনি। সম্প্রতি ৫ নভেম্বর ২২ তারিখে একই এলাকার মৃত আলহাজ¦ সুলতান আলীর পুত্র এবাদুল হক ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে ভুক্তভোগী জমির মালিক জাহিদুল বাধা দিতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় উপায়ন্তর হয়ে ভূক্তভোগী জাহিদুল হক সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও উল্লেখিত এবাদুলহক ভাড়াটিয়া লোকজন নিয়ে ১৭ নভেম্বর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা নির্মান কাজ শুরু করে। বাধা দিতে গেল খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। যদিও পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে এবাদুলহক নির্মান কাজ বন্ধ রেখেছেন বলে ভুক্তভোগী জাহিদুল হক জানিয়েছেন। তিনি উক্ত বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।