আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্বাচনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাকবাসিয়া বাজার সড়কে স্কুলের অভিভাবক ও সচেতন এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড মেম্বর এটিএম গাজী, সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা খাতুন, সাবেক মেম্বর রেজাউল করিম, সমাজ সেবক রেজাউল ইসলাম, প্রাক্তন ছাত্র আরিফুর রহমান সোহাগ প্রমুখ। বক্তারা বলেন- কোন অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পারভীন সুলতানা থার্ড ক্লাস থাকা সত্ত্বেও সার্টিফিকেট জাল জালিয়াতি করে তার স্বামী মোঃ শাহাবুদ্দীন এর সহায়তায় দলীয় প্রভাব খাটিয়ে স্কুলের অন্যান্য ম্যানেজিং কমিটির কোন সদস্যকে তোয়াক্কা না করে অবৈধ বোর্ড গঠন করে সহকারি প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ পায়। এর প্রতিবাদে অবিভাবক মোঃ রেজাউল করিম বাদী হয়ে পারভীন সুলতানার নিয়োগ সংক্রান্ত বিষয় বিজ্ঞ দেওয়ানী আদালতে ১৩৫/২০০২ নং মামলা দায়ের করেন।
উক্ত মামলায় প্রধান শিক্ষককে অবৈধ এবং অযোগ্য ঘোষনা করেন। পারভীন সুলতানা এই মামলার রায়ের বিরুদ্ধে দেওয়ানী আপিল ২৬/১১ নং মামলা দায়ের করেন, বিজ্ঞ আদালত তার আপিল খারিজ করেন। এরপর তিনি উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ ২নং আদালতে মিস ০৩ /২০১৭ নং মামলা দায়ের করে অদ্যবধি অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রধান শিক্ষক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ছাড়া স্বাভাবিক ভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত করছেন না।
স্কুলে কিছু শূন্য পদ আছে, সেখানে নিয়োগ বানিজ্য করার লক্ষ্যে নিজের ছেলেকে দাতা সদস্য বানানোর জন্য সম্পুর্ন গোপন করে পত্রিকায় প্রকাশ করে এবং ওই দিনের আমাদের এলাকার সমস্ত পত্রিকাগুলো একাই ক্রয় করে যাতে কেউ দাতা সদস্য হিসেবে আবেদন না করতে পারে। সম্পূর্ণ অসদুপায় অবলম্বন করে তার নিজের ছেলে ইয়ামিন কে দাতা সদস্য তৈরি করেছেন। আমাদের ০১ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ আনজুয়ারার স্বামী মোঃ শামছুর রহমান দাতা হওয়ার জন্য স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার নিকট কয়েকবার খোজখবর নেন, কিন্তু তিনি এই দাতা হওয়ার বিষয় টি সম্পূর্ণ গোপন করেন। গত ০৫ নভেম্বর জানতে পেরেছি আমাদের স্কুলের দাতা সদস্য করা হয়েছে অবৈধভাবে নিয়োগকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ছেলে মোঃ ইয়ামিনকে। অবৈধ পন্থায় গঠিত কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য পদটি বাতিল করে সকলের উপস্থিতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে দাতা সদস্য গঠিত হয় সে বিষয়ে বক্তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এদিকে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধনের পর দুপুর ১টায় স্কুলের ভেতর ছাত্র ছাত্রী, শিক্ষক-কর্মচারী মিলে স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে মানববন্ধন করেন বলে জানা গেছে।