আশাশুনি

আশাশুনিতে প্রতিবন্ধী ও তার স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

By daily satkhira

November 22, 2022

নিজস্ব প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী ও তার স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী আমজাদ হোসেনের স্ত্রী বাদী হয়ে আশাশুনি থানায় একটি এজাহার জমা দিয়েছেন। ২২ নভেম্বর সকাল ১০টায় মধ্যম একসরা এলাকায় এঘটনা ঘটে। প্রতিবন্ধী আমজাদ হোসেন আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী আমেনা খাতুন জানান, বসত ভিটা জমি জায়গা নিয়ে আমার ও আমার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার আনছার গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম গাজী গং এর সাথে। এর জেরে বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। প্রায় সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ মিমাংসা হয়েছে। কিন্তু তারা কোন সালিশ মানে না। ২২নভেম্বর সকাল ১০টার দিকে মোঃ শফিকুল ইসলাম গাজীর নেতৃত্বে কওছার গাজীর পুত্র মোঃ মোস্তাক আলী গাজী, মোঃ মহারম গাজী, আনছার গাজীর পুত্র মোঃ রবিউল ইসলাম গাজী, মোঃ সিরাজুল গাজী, মোঃ রেজাউল গাজী, মৃত বছির গাজীর পুত্র মোঃ কওছার গাজী, এবং খুলনা জেলার কয়রা থানার কালনা গ্রামের কুরবান সানার পুত্র মোঃ দিদারুলসহ ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা ধারালো দা, লোহার রড, হাতুড়ী ও বাঁশের লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়ীর মধ্যে অনধিকারে প্রবেশ করে আমার বসত ঘর ভাংচুর করতে থাকিলে আমি বাধা দেওয়ায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়া আমাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এছাড়া আমার শারীরিক প্রতিবন্ধী স্বামীকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে মারপিট করে। একপর্যায়ে তারা আমার কাপড় চোপড় টানাটানি করিয়া ছিড়িয়া বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে এগিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী আমেনা খাতুন আশাশুনি থানায় একটি এজাহার জমা দিয়েছেন।