দেবহাটা

দেবহাটায় টেকসই ফাউন্ডেশনের মক্তব ভিত্তিক সুরা প্রতিযোগিতা

By daily satkhira

November 25, 2022

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজন ২৫ নভেম্বর, ২২ ইং শুক্রবার সখিপুর বাজার জামে মসজিদে মক্তব ভিত্তিক আল-কুরআনুল কারীমের সুরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগীতায় চারটি মক্তবের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকারী হন ফাহিম হোসেন (সখিপুর বাজার জামে মসজিদ), দ্বিতীয় স্থান অধিকারী নিশাত তামান্না (খেজুরবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ) ও তৃতীয় স্থান অধিকারী হন সুমাইয়া খাতুন (নিশ্চিন্তপুর জামে মসজিদ)।

উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কামরুজ্জামান পেশ ইমাম খতিব (সখীপুর বাজার জামে মসজিদ), হাফেজ আব্দুল্লাহ আল মামুন (আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা), হাফেজ মাওলানা আবু সাঈদ ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সখিপুর বাজার জামে মসজিদের সভাপতি সরদার আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আবু বকর, দেবহাটা রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আল আমিন হোসেন।