আশাশুনি

ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে শ্রীউলায় ভূমি কর্মকর্তা ও ইউপি সদস্য আটক

By Daily Satkhira

June 14, 2017

আসাদুজ্জামান : ঘুষের সাত হাজার টাকা নেয়ার সময় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহায়তাকারী ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুদক। বুধবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে একটি জমির নাম পত্তন করার জন্য সাত হাজার টাকা ঘুষ দাবি করেন ওই ভূমি কর্মকর্তা। যার সরকারি ফি মাত্র ১ হাজার ১’শ ৫০ টাকা। ইউনুচ আলী এ ঘটনাটি দুদককে জানালে বুধবার দুপুওে উক্ত অফিসে দুদক অভিযান চালায়। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়। শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বকচরা গ্রামের বৃদ্ধ ইউনুচের কাছে জমির নাম পত্তন বাবদ ৭ হাজার টাকা দাবী করেন ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ। তিনি আরও বলেন, আমি নিজে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে ঘুষের টাকা কম নেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তিনি তার কথা রাখেননি। ইউনুচ আলী এক পর্যায়ে বিষয়টি দুদককে জানিয়ে তাকে সাত হাজার টাকা ঘুষ দেন। পরে দুদক দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা মনিরুর রশিককে ৭ হাজার টাকাসহ হাতে নাতে আটক করেন। এসময় তার সহযোগী ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করেন।