কালিগঞ্জ

মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে পারস্পারিক ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে- ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

June 14, 2017

নলতা প্রতিনিধি : অন্যান্য বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নলতা অডিটোরিয়ামে আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ১৮ রমজান ১৪ জুন রোজ বুধবার বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য-৭ এ্যাড. এস এম আসাদুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দেশ থেকে সন্ত্রাস, মাদক নির্মূল করতে হবে। পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে এক অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। আর দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্বের ন্যায় আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ম আহবান জানান প্রধান অতিথি। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান, তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূরমোহাম্মদ বিশ্বাস, ধলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ গাজী শওকত হোসেন, চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, আশাশুনি উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে প্রভাষক মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আব্দুল আলীম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকম-লী, স্থানীয়সহ বিভিন্ন এলকা থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা তথা বিভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজার ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখেন মাওলানা মো. আব্দুল মোমিন ও  হাফেজ মো. হাবিবুর রহমান। সবশেষে দোয়া পরিচালনা করেন  নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুল মোমিন।