সাতক্ষীরা

সাতক্ষীরায় ২ দিন ব্যাপী নারীবাদ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

By daily satkhira

December 02, 2022

গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের আয়োজনে একশনএইড বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় সাতক্ষীরা ইয়ূথ হাবে ২ দিন ব্যাপী নারীবাদ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর-২০২২ শুক্রবার নারীবাদ বিষয়ক প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা থেকে ২৫ জন তরুণ-তরুণী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইয়ূথ লিডার মো: মাসুদ রানা, সিফাত হোসেন, শাহনাজ পারভীন। উপস্থিত ছিলেন সিডো’র প্রধান নির্বাহী শ্যমল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ), একশনএইড, বাংলাদেশ এর ইন্সপিরেটর জিসান মাহমুদ। চন্দনকুমার বৈদ্য, ফিন্যান্স অফিসার, আলতাপ হোসেন, রুবিনা খাতুন প্রমুখ। যুব-তরুণদের সংগঠিত করে তাদের মধ্যে একতাবদ্ধতা সৃষ্টি করতে পারলেই সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রমে ভুমিকা রাখতে সক্ষম হবে। তরূনদের কে সচেতন হতে হবে। তরূনদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে নারীদের উপর নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হবে। তরূনদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও সামাজিক সহ অন্যান্য জনহিতকর কার্যক্রমে সম্পৃক্ততা থাকতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তরূনদের দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি