সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

By daily satkhira

December 03, 2022

আসাদুজ্জামান : “অর্ন্তভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে একটি রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, সদর উপজেলার সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি আবুল কালাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এমপি রবি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জিবীকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহন করলে তারা দেশের সম্পদে পরিণত হবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সাতক্ষীরার ৫জন প্রতিবন্ধীর মঝে ৫ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।##