নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের মুন্ডার সম্প্রদায়ের দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ৩ ডিসেম্বর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তরকদমতালি গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত তিন দফায় এ মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অসিত কুমার মুন্ডা। এতে একই পরিবারের ২ নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, মৃত. শিবপদ মুন্ডার পুত্র অসিত কুমার মুন্ডা (৪০) , অসিতের মাতা আনারমনি(৭০), অসিত মুন্ডার স্ত্রী শারিরীক প্রতিবন্ধী আরতী রানী মুন্ডা (২৫)। এঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। আহত অসিত কুমার মুন্ডার ভাই কাঞ্চন মুন্ডা জানান, তারা দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত সুলতান গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী উক্ত সম্পত্তি তাদের দাবি করে হুমকি ধামকি প্রদর্শন করা শুরু করে। একপর্যায়ে ৩ ডিসেম্বর সকালে দাদা অসিত মুন্ডা নিজ জমির ক্ষেতে কাজ করার সময় রশিদ গাজী অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। প্রতিবাদ করায় রশিদ গাজী লাঠি দিয়ে অসিত মুন্ডাকে মারপিট করে। পরে দুপুরে পুনরায় রশিদ গাজীর নেতৃত্বে ছোটপুত্র আল হোসাইন খলিফা, স্ত্রী বেবী পারভীন তাদের বাড়িতে প্রবেশ করে অসিতের বৃদ্ধা মাতা এবং তার স্ত্রী আরতী মুন্ডাকে মারপিট করে। একই দিন রাতে রশিদের পুত্র রাজা হোসাইনের নেতৃত্বে রশিদ গাজী, ছোটপুত্র আল হোসাইন, রাজা হোসাইনের স্ত্রী শারমিন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে থেকে বৃদ্ধা মাতা ও স্ত্রীকে টেনে বের করে বেধড়ক মারপিট করে। এতে অসীতসহ তার মাতা এবং স্ত্রী মারাত্মক জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত রশিদ গাজী মুন্ডাদের মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেণ, অসিত খুবই বাড়াবাড়ি করছিল। তাই আমার বড় ছেলের ধাক্কা ধাক্কি হয়েছে। তাহলে অসীতের স্ত্রী এবং মাতার শরীরে মারপিটের চিহ্ন কিভাবে হল এমন প্রশ্নে তিনি বলেন, তাদের মারপিটে আমার স্ত্রীও আহত হয়েছে। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মুন্ডা সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাতক্ষীরা সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, সদস্য সচিব আলীনুর খান বাবুল, সদস্য কল্যাণ ব্যাণার্জি, আমির হোসেন খান চৌধুরি, এম. বেলাল হোসাইনসহ কমিটির সকল নেতৃবৃন্দ।