সাতক্ষীরা

সাতক্ষীরার ফিরোজ কবীরের নেতৃত্বে আমেরিকায় বাংলাদেশের ৪টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন

By Daily Satkhira

June 14, 2017

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কৃতি ক্রীড়াবিদ ফিরোজ কবীরের নেতৃত্বে আমেরিকায় বাংলাদেশ কারাতে দলের ৪টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ১১ জুন জ্যামাইকা সেন্টারের ইয়র্ক কলেজে অনুষ্ঠিত হয়ে গেল “থমাস লা পাপেট মেমোরিয়াল ক্ল্যাসিক কারাতে প্রতিযোগিতা”। প্রতিযোগিতায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আওতাধীন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশন এর পক্ষে পাঁচ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহন করে। উন্মুক্ত শ্রেণি প্রতিযোগিতায় হাসনাইন কবীর কাতা ও কুমিতে উভয় ক্যাটাগরিতে একটি করে মোট দুটি রৌপ্য পদক, রায়হান জামান রানা কাতা ক্যাটাগরিতে একটি তাম্র্য ও কুমিতে ক্যাটাগরিতে একটি রৌপ্য পদক, মোহাম্মাদ মঞ্জুরুল কাদের কাতা ক্যাটাগরিতে একটি রৌপ্য ও কুমিতে ক্যাটাগরিতে একটি তাম্র্য পদক অর্জন করেন। দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় কারাতে দলের সাবেক খেলোয়াড় ও রেফারী নিউ ইয়র্ক প্রবাসী ফিরোজ কবীর। তিনি জানান বাংলাদেশ তথা সাউথ ইষ্ট এশিয়ার প্রথম আন্তর্জাতিক কারাতে রেফারী হুমায়ূন কবীর জুয়েল বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে অংশ নেন। প্রতিযোগিতায় তিনি সিনিয়র রেফারীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য গত ৬ ও ৭ মে দুদিন ব্যাপী মার্পল স্পোর্টস এরিনা ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত “ইউ এস এ ফিলাডেলফিয়া ওপেন ২০১৭” প্রতিযোগিতায় হাসনাইন কবির উন্মুক্ত শ্রেনি প্রতিযোগিতায় দুটি স্বর্ণ এবং রায়হান জামান রানা দুটি স্বর্ণ পদক অর্জন করেছিলেন।