দেবহাটা প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরার দেবহাটা উপজেলা হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালী বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে এ সময় উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবন্দ অংশ নেন।
পরে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শসহ বিভিন্ন মুক্তযোদ্ধা গণ।
এই দিনে সাতক্ষীরার দেবহাটা ও কলারোয়া উপজেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিকামী মানুষের উল্লাসে মুখরিত হয়।
এদিকে,কলারোয়া উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বিজয় র্যালী বের হয়। পরে মুক্তিযোদ্ধ সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।