খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান

By Daily Satkhira

June 14, 2017

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল সরফরাজ বাহিনী।

কার্ডিফে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২১২ রানের ছোট টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। পাকিস্তানের পক্ষে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আজহার আলী। এছাড়াও অর্ধশতক তুলে নেন ফখার জামান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারই ব্যাট করতে পারেনি স্বাগতিকরা। ৪৯.৫ ওভারে অলআউট হয়েছে ইয়ন মরগানের দল। করতে পেরেছে ২১১ রান।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, রুম্মন রইস, শাদাব খান, হাসান আলী, জুনাইদ খান।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।