নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কোরাইশী ফুড পার্কে ব্যাঘ্রতট এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি। মূল প্রবন্ধ উপস্থান করেন কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী।
ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা মশিউর রহমান পলাশ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কবি স ম তুহিন, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান পরাগ, এড. সালাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ বহুকাল থেকেই সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিলো ধর্ম নিরপেক্ষতা। আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। কিছু মানুষ মিথ্যে ভারত বিরোধীতা করে। কিন্তু ভারত আমাদের অপ্রীতম বন্ধু। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। ধর্মের নামে কিছু মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে চলেছে। বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলতে হলে অবশ্যই ৭২’র সংবিধানে ফিরে যেতে হবে। প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে আমাদের শুরুটা করতে হবে। আর এ জন্য প্রয়োজন দল নিরপেক্ষ সাংস্কৃতিক বিপ্লব।