স্বাস্থ্য

সাতক্ষীরা সদর হাসপাতাল-সনাক মতবিনিময়

By Daily Satkhira

June 14, 2017

প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সাতক্ষীরা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে “চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা” স্লোগানকে সামনে রেখে সদর হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করা হয়। হাসপাতাল তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সনাক’র  সভাপতি ড. দিলারা বেগম, সনাক স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. সুশান্ত ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, মো. অলিউর রহমান, ডা. মো. কামরুল ইসলাম, ডা. এহেছেনা খাতুন, ডা. মো. আসাদুজ্জামান, ডা. জি এম ফারুকুজ্জামান, ডা. মো. শামসুর রহমান, ডা. আফরোজা খাতুনসহ  হাসপাতালের বিভিন্ন দপ্তরের দায়িত্ববাহক এসময় আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় নবাগত সিভিল সার্জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরিচালিত সনাক’র কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও হাসপাতালের সেবার মানোন্নয়নে বিভিন্ন অংশীজনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সভা আয়োজন করার মাধ্যমে জনগণের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সেতৃবন্ধন তৈরি করা, সেবা সম্পর্কে সেবাগ্রহীতাদের তথ্য সেবা প্রদানে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা, সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং তথ্য প্রদান পদ্ধতি চালু করা বিষয়ে আলোচনা হয়। হাসপাতালের সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা চর্চায় সনাক’র পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরা হয়। সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জানান, ৫০ সজ্জার এ হাসপাতালকে ১০০ সজ্জা করা হলেও জনবল বাড়ানো হয়নি বরং অবসরে চলে যাওয়ার ফলে শূন্য পদের বিপরীতে নতুন জনবল পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ডাক্তারগণ ও সহযোগী অন্যান্য স্টাফদের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালটির চিকিৎসার মান্নোনয়ন করার পাশাপাশি মানুষকে চিকিৎসা সেবা প্রদানে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সনাক হাসপাতালের সাথে জনগণের সেতুবন্ধন সৃষ্টির জন্য জুলাই ছুটির পরে বিভিন্ন অংশীজনের সাথে সভা আয়োজন করা হবে । সনাক’র পক্ষ থেকে হাসপাতাল থেকে যেসকল ডাক্তার সাতক্ষীরা মেডিক্যাল কলেজে গিয়েছেন কিন্তু সদর হাসপাতালেও কাজ করার কথা ছিল সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি বলেন, অন্তত ২ ঘন্টা করে সদর হাসপাতালে মেডিক্যাল কলেজের ডক্তারগণ সময় দিলেও জনগণ অনেকাংশে উপকৃত হতো। এসময় সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে একটি সভা আয়োজনের বিষয়েও বক্তাগণ মত ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ।