সাতক্ষীরা

গাভা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন নুরুজ্জামান লালটু

By daily satkhira

December 12, 2022

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গাভা দাখিল মাদ্রাসার দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ¦ মো: নুরুজ্জামান লালটু। নবনির্বাচিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে রবিবার বিকালে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনের প্রস্তাব করতে বলা হলে, সকল সদস্যমন্ডলী নির্বাচিত সদস্যদের বাইরে থেকে সভাপতি নির্বাচনের প্রস্তাব তোলে।

তখন সদস্যদের মধ্যে মোঃ সবুজ গাইন আলহাজ¦ নুরুজ্জামন লালটু’র নাম প্রস্তাব করলে সকল সদস্য মন্ডলী প্রস্তাবের পক্ষে সমর্থন করিলে সর্বসম্মতি ক্রমে নুরুজ্জামান লালটুকে দুই বছরের জন্য গাভা দাখিল মাদ্রাসার কার্যনির্বাহি কমিটির সভাপতি নির্বাচিত হন।

এসময় সভায় উপস্থিত ছিলেন, গাভা দাখিল মাদ্রাসার সুপার মোঃ আজাদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আব্দুল কাদের, রাকিব আহমেদ, মোঃ গোলাম মোস্তফা, সুবুজ গাইন, মোছাঃ নাজমা খাতুন, মোছাঃ সেলিনা পারভীন, মোঃ আব্দুল হক, মোহাম্মদ হাসীব।