সাতক্ষীরা

সাতক্ষীরায় দেশীয় শুটারগান ০২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

By daily satkhira

December 12, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটারগান ও গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক আগরদাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সোমবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে আগরদাড়ী-নারায়নজল গামী পাকা রাস্তার উপর থেকে ইয়াসিন কে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি কাঠের বাট যুক্ত পিস্তল সাদৃশ্য ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ০১টি ডায়াং ৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত ইয়াসিনের বিরূদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে সদর থানার পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।