গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র, দৈনিক পত্রদূত, সাতনদীসহ বিভিন্ন পত্রিকায় “ফিংড়ীতে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা, মামলার প্রস্তুতি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীণ ও উদ্দেশ্যে প্রণোদিত। আমি ফিংড়ী ইউয়িনের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।
গত ১০ ডিসেম্বর এক অসহায় বিধবা নারীকে মৃত আশরাফ উদ্দীনের পুত্র নাছির উদ্দীন অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করলে আমরা ওই বিধবা নারীর পাশে দাড়িয়েছি।
আর এ কারনেই আমাদের বিরুদ্ধে চাঁদাদাবির মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদী আব্দুল কাদের মোল্লা সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ফিংড়ী ইউনিয়ন শাখা