নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ক্রীড়াবিদ ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নামে সড়কের ফলক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা ষ্টেডিয়াম সংলগ্ন পিকে ইউনিয়ন ক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথির বক্তব্য দেন পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ড. রবিউল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বদরুল ইসলাম খানের একমাত্র পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জি, এম আব্দুল গফ্ফর, বিশিষ্ট ক্রীড়াবিদ আহমদ আলী সরদার, ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, শফিকুল আলম বাবু, মরহুম বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের বোন সেলিনা খানম। এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের জীবনী আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোসলেম, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. ওসমান আলী, এ্যাড. হাসনা হেনাসহ ক্রীড়াবীদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শহিদুল ইসলাম। উল্লেখ্য, শহরের স্টেডিয়াম ব্রীজ হতে নবজীবন সংলগ্ন নিকারীপাড়া মোড় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নামে সড়কের ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়।