মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ভূমিহীন সমিতি, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যৌথ আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় কামালনগরাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীণ সমিতির সভাপতি মো: কওছার আলী।
বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাস, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, শেখ শওকত আলী, মফিজুর রহমান, জি এম রেজাউল ইসলাম রেজা, ভূমিহীন নেত্রী সাহিদা আক্তার ময়না প্রমুখ। আলোচনাসভায় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। নিজেদের ভাষায় কথা বলতে পারি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছিলাম। বাঙালি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি