সাতক্ষীরা

সাতক্ষীরার বাঁশদহে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By daily satkhira

December 16, 2022

জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে সরিষার বাম্পার ফলন হয়েছে।মাঠে মাঠে হলুদ ফুলের বিছানায় ভরে উঠেছে মাঠ।ফসলের মাঠে যেন এখন হলুদের বিছানা।যতদুর চোখ যায় শুধু হলুদ আর হলুদ চতুর্দিকে এক নয়নাভিরাম দৃশ্য।কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ।সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে ভরে উঠেছে অফুরন্ত হাসি।

সরজমিনে যেয়ে দেখা যাায়,হাওয়ালখালী সারাডাঙ্গা, কাউনডাঙ্গার মাঠ,পাঁচরখী,ভুবানীপুর,তলুইগাছা,আইচপাড়া,কামারবায়সা ও রেইউ মাঠে সরিষায় ভরপুর।

তবে গত বছরের তুলনায় আবহাওয়া অনুকুলে থাকায়  অনেক পতিত ফসলি জমিতে ও অধিক ফলনের সম্বাভনা রয়েছে।

এ বিষয়ে বাঁশদহা ইউনিয়ন ব্লক সুপার ভাইজার উত্তম কুমার শাহ তার কাছে জানতে চাইলে,তিনি ডেইলি সাতক্ষীরাকে বলেন সাড়ে ৩০০ থেকে প্রায় ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে।তবে গত বছরের তুলনায় ফলন বেশ ভাল হয়েছে।কয়েক জন কৃষক খলিলুর রহমান,জাকির হোসেন,আবু রায়হান কবীর, ইয়াকুব আলী।তাদের কাছে জানতে চাইলে তারা বলেন,এ বছরে সরিষা ফলনতো ভাল হবে আমরা আশা করছি।তবে বৃষ্টিপাতের পরিমানের প্রভাব যদি বেশি না থাকে তাহলে ভালভাবে সরিষার ফসল ঘরে তুলতে পারবো।এবং সরিষার দাম যদি অধিক দাম পাওয়া যায়। তবে আত্মিক সংকট কিছুটা দূর হবে।