শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কতৃক উক্ত কার্যালয়ে ফজর নামাজ বাদ ব্যাটলিয়ান মসজিদে বিশেষ দোয়া মিলাদ ও মোনাজাত, আনুষ্ঠানিক ভাবে গার্ড সালামের মধ্য দিয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন , অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়,দুপুর ২ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান, এসজিপি, পিইঞ্জ,ইঞ্জিনিয়ার্স,
অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন(১৭ বিজিবি)। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেল (এ এস পি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির ক্যাপ্টেন শাহ-রেজা আল-ফামি, এএমসি, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম , রিভাররা ইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ,
লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা আজমল আবীর, সহ নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির সকল কর্মকর্তা সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সর্বশেষ রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। ছবির ক্যাপশন:নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত।