সাতক্ষীরা

বকচরায় এক নারীর ক্রয়কৃত সম্পত্তিতে নির্মিত ঘর ভাংচুর মালামাল ভাংচুরের অভিযোগ

By daily satkhira

December 20, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বকচরায় এক নারীর ক্রয়কৃত সম্পত্তিতে নির্মিত ঘর ভাংচুর এবং মালামাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রয় সূত্রে কাশেমপুর মৌজায় ১০৮৩ খতিয়ানে, ৪৯৭৭, ৪৯৮৫, ৪৯৮৭, ৫৩০০, ৬০৯৬, ৬১৪৫, ৬৫৪১, ৬০২০, ৩৯৯৫, ৯টি দাগে মোট ৫.৪১ একরের মধ্যে ২.৮৩ একর জমি কোবলা মূলে ক্রয় শান্তিপূর্ণ ভোগদখলে আছেন ইটাগাছা বৌজার এলাকার মৃত গোলাম মোহাম্মাদের স্ত্রী হাসিনা বানু(৫৮)।

কিন্তু গত ২০ ডিসেম্বর ভোরে বচকরা গ্রামের মৃত মোন্তাজ মল্লিকের পুত্র আইয়ুব মল্লিকসহ তার ভাড়াটিয়া ১৫-২০ অস্ত্রধারী উক্ত সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ ঘর ভাংচুর করে এবং সম্পত্তিতে থাকা মেশিনসহ মালামাল ভাংচুর করে প্রায় ৩ থেকে ৪লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করে।

এতে বাধা দিতে গেলে হাসিনা বানুর কর্মচারী মোহাম্মাদ আলীকে বেধড়ক মারপিট করে তারা। অথচ উল্লেখিত আইয়ুব মল্লিকের সেখানে কোন সম্পত্তি নেই বলে জানান হাসিনা বানু। এঘটনায় প্রতিকার চেয়ে ওই বৃদ্ধা নারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।